শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

দিনাজপুরে শীতে নিম্ন আয়ের মানুষ কাঁপছে 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে শীতে নিম্ন আয়ের মানুষ কাঁপছে 

দিনাজপুর গত এক সপ্তাহ ধরে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) দিনাজপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। বাতাসের আদ্রতা রয়েছে ৯৭%। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৩ কিলোমিটার। 

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আসাদুর রহমান আসাদ এতথ্য জানিয়েছেন। কনকনে শীতে দিনাজপুরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। সন্ধ্যার পর রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। 

সন্ধ্যা থেকে সারারাত টিপ টিপ করে ঝরছে কুয়াশার বৃষ্টি।

গত সাত দিন থেকে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠা নামা করেছে। খেটে খাওয়া ও নিম্ন আয়ের  মানুষ বিপাকে পড়ছে। প্রচন্ড শীতের কারণে গরম কাপড়ের অভাবে তারা সকালে কাজে যেতে পারছে না। সেই সাথে রোজগার না থাকায় কস্টের মধ্যে দিন কাটাচ্ছে পরিবার নিয়ে। এদিকে দিনের বেলাতেও 
যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। নিম্ন ও দরিদ্র মানুষগুলি খরকুটো জ্বালিয়ে শরীরকে গরম রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দিনাজপুর শিশু হাসপাতাল, দিনাজপুর সদর হাসপাতাল এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। দিনাজপুর শিশু হাসপাতাল গত তিন দিনে তিন শতাধিক রোগীকে চিকিৎসা দিয়েছেন। কিছু বিশেষজ্ঞ ড. মশিউর রহমান বলেছেন, শিশু বাচ্চাদেরকে গরম কাপড় পরিয়ে রাখতে হবে। 

কোনভাবেই ঠান্ডা লাগানো যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় থাকলে শিশুদের রোগবালাই কম হয়। সৃজনিত রোগ হলেই হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তিনি। 
তিনি বলেন, নিউমোনিয়া ডায়রিয়া শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্ক মানুষ। 

এদিকে দিনাজপুর আবহাওয়া অফিস জানিয়েছেন, সামনের আরো কয়েকদিন শীতের তীব্রতা আরো বাড়বে। এ মাসে শত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনাজপুর জেলায় আকাশ মেঘলাসহ ঘন কুয়াশা অব্যাহত থাকবে। দিনাজপুর জেলা দার্জিলিংয়ের খুব কাছে অবস্থান হওয়ার কারণেই বরাবরই শীতের তীব্রতা অনেক বেশি থাকে। এবারও তার পরিবর্তন হয়নি।

টিএইচ